এস ডি সুব্রত :
অলিন্দজোড়ায় অনুভব করি প্রিয় তোমার
কাশফুলের মতো ধবধবে সাদা প্রেম
ছদ্মনামের আড়ালে নিত্য খুঁজি
তোমার অপ্সরী ছোঁয়া অনন্য ভাললাগা,
কী অদ্ভুত তোমার গোপন সিন্দুক
আলো হয়ে জ্বলে আমার অচেতন বোধে
আচমকা ডুবে যাই মাঝদুপুরের নাগরিক স্রোতে
অসময়ে জাগে পুংটা অভিলাষ মগজজুড়ে,
কি সব ভৎসনা তব মুখে ফুটে
ঘৃনায় নাকি অনুরাগে দাও দূরে ঠেলে
সম্বিত পেয়ে অশ্রু জমে চোখের কোনে
বিনিদ্র রজনী কাটে হায় নোনা জলে,
আচমকা আফিমের ঘোরে ভাসি মাতাল হাওয়ায়
অজানা কামস্রোতে মন যে হারায়
মোহাবিষ্টতা ছেড়ে যখন ফিরি বাস্তবে
লজ্জ্বিত হই অপরাধবোধে নিজেই নিজের কাছে।