বৃষ্টি এলে

21

মঞ্জুর মোর্শেদ রুমন

বৃষ্টি এলে প্রাণ ফিরে পায়
হলুদ গাছপালা,
বৃষ্টি এলে যায় ভরে যায়
বিল নদী নালা।

বৃষ্টি এলে মনের সুখে
ব্যাঙেরা গায় গান,
বৃষ্টি এলে দু’কূল ভরে
নদে আসে বান।

বৃষ্টি এলে গরীব দুখীর
বেড়ে যায় কষ্ট,
বৃষ্টি এলে খেতের ফসল
হয়ে যায় নষ্ট।

বৃষ্টি এলে গাছে ফোটে
কদম কেয়া শাপলা,
বৃষ্টির ছন্দে ফুলের গন্ধে
মনটা হয় উতলা।