লন্ডনে জিসিএসই পরীক্ষায় আকিব চৌধুরীর অসাধারণ সাফল্য

7

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বরার স্টেপনী গ্রীণ সেকেন্ডারি স্কুলের কৃতি শিক্ষার্থী আকিব রহমান চৌধুরী জিসিএসই পরীক্ষায় ১০টি বিষয়ের সবগুলোতেই ৯ গ্রেড (পূর্বেকার গ্রেডিং অনুযায়ি এ স্টার) লাভ করেছে।
গত ১২ আগস্ট যুক্তরাজ্যে একযোগে জিসিএসই রেজাল্ট প্রদান করা হয়। রেজাল্টের এনভেলাপ খুলে প্রত্যাশিত অর্জন দেখে শিক্ষার্থীরা অভিভূত ও উল্লসিত হন। করোনাভাইরাসের মহামারি ও লকডাউনের নেতিবাচক প্রভাব সত্ত্বেও আকিব চৌধুরী তাঁর লক্ষ্যে অবিচল থাকায় ১০টি জিসিএসইর সবগুলোই সর্বোচ্চ গ্রেড ৯ পেয়ে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রেখেছেন। তাঁর এই সাফল্যে স্কুলের সকল শিক্ষক ও স্টাফ এবং পরিবার ও কমিউনিটিও গর্বিত।
আকিবের বিষয়গুলো হচ্ছে, হিস্ট্রি, ম্যাথস্, ফিজিক্যাল এডুকেশন, রিলিজিয়াস স্টাডিজ, ফ্রেঞ্চ, ইংলিশ লেঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, বায়োলজি, কেমিস্ট্রি ও ফিজিক্স।
আকিবের বাবা আতিকুর রহমান চৌধুরী ও মা নাহার খাতুন তাঁর উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বাংলাদেশে তাদের বাড়ি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে। বিজ্ঞপ্তি