নির্বাচিত হলে বালাগঞ্জ আর অবহেলিত জনপদ থাকবে না – শফি আহমদ চৌধুরী

4

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার কিছু লোক যোগাযোগের ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছেন। বিশেষ করে বালাগঞ্জের দেওয়ান বাজার, পশ্চিম, গৌরীপুর এবং পৈলনপুর ইউনিয়নের মানুষ চরম ভোগান্তিতে আছেন। সিলেট সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বড়ভাগা নদীর উপর একটি সেতু নির্মাণ এই এলাকার মানুষের প্রাণের দাবী। তিনি বলেন, আসন্ন উপ-নির্বাচনে নির্বাচিত হই কিংবা না হই এই অঞ্চলের মানুষের দাবী পূরণ করবো ইনশাআল্লাহ। নদী ভাঙ্গনের কবল থেকে বালাগঞ্জ উপজেলা সদর সহ মানুষের বসতবাড়ি রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবো। শফি চৌধুরী বলেন, বঙ্গবীর এম.এ.জি ওসমানী, বীর প্রতীক এনামুল হক এবং মরহুম আল্লামা নূর উদ্দিন গহরপুরীর স্মৃতি বিজড়িত বালাগঞ্জবাসী কখনো অবহেলিত থাকতে পারে না। আসন্ন উপ-নির্বাচনে মোটর গাড়ি (কার) মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে বালাগঞ্জ আর অবহেলিত থাকবে না।
শফি আহমদ চৌধুরী বুধবার (১৮ আগষ্ট) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথা বলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধ সহ যুব সমাজের নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি