কবির কাঞ্চন :
অশান্ত এক নদীরে তুই শান্ত হয়ে চল
তোর বুকে আর কতো ক্ষুধা আমায় খুলে বল।
দিনে-রাতে ছাড়িস না আর প্রতিশোধের জল
নিঃস্ব করে মারিস না রে তোর বুকে অতল।
ভিটে ভেঙে করিস না রে শুধু শুধু ছল
তোর আঘাতে হলাম ভবে গৃহহারার দল।
মনে কতো আশা ছিল নামবে খুশির ঢল
তোর জোয়ারে ভেস্তে গেল যা ছিল আসল।
নষ্ট করে ক্ষেতের ফসল কী পেয়েছিস বল
বাবার বুকের বিষাদসিন্ধু তোর ছলনার ফল।
ভিটেমাটির লোভে পড়ে ঠেলে দিলি দূর
তোর কানে কী যায় না কভু স্বপ্ন ভাঙার সুর।
ভিনগ্রহে তুই যা ফিরে যা হোস না তবু পর
বাপের ভিটেই বাঁধতে দে তুই আমার বাড়িঘর।
যতন করে রাখবি ধরে যেথায় আমার বাস
আসবি যদি কাছেই তবে বন্ধু হয়ে আস।