বিএনপির কর্মসূচি পালনে শহীদ মিনারে প্যান্ডেল তৈরীতে বাধা

10

স্টাফ রিপোর্টার

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনের কথা সিলেট মহানগর বিএনপির। এ জন্য গতকাল শুক্রবার সেখানে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ শুরুর পর বাধার মুখে পড়ে তারা। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে পুলিশ শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়ে প্যান্ডেল নির্মাণে বাধা দেয় এবং উন্মুক্ত স্থানে কর্মসূচি পালনে আপত্তি জানায়।
পুলিশের বিরুদ্ধে বাধা প্রদানের অভিযোগ জানিয়ে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করবে। গত ২৭ মার্চ এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তখন তারা কোনো আপত্তি জানায়নি। এখন আমরা যখন সব প্রস্তুতি সম্পন্ন করেছি তখন আমাদের বাধা দেওয়া হচ্ছে।তিনি বলেন, আমাদের একেবারে নিরীহ কর্মসূচি ছিল। কেবল অবস্থান নেওয়া। অথচ শহীদ মিনারে আমাদের বসতেও দেওয়া হচ্ছে না। সরকার রীতিমত মগের মুল্লুক সৃষ্টি করেছে। ওই স্থানেই কর্মসূচি করবেন জানিয়ে তিনি বলেন, পুলিশ বাধা দিলেও আমরা আজ শহীদ মিনারে জড়ো হবো। শহীদ মিনার চত্বরের ভেতরে তারা বসতে না দিলে আমরা সামনে বসে পড়ব। এভাবে হঠাৎ করে তারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে পারে না।
পুলিশ বলছে, শহীদ মিনারে বিএনপির কর্মসূচিতে প্রথমে আপত্তি না জানালেও দেশের পরিস্থিতি বিবেচনায় বিএনপিকে ইনডোরে কর্মসূচি পালন করতে বলা হয়েছে।
বিএনপিকে কর্মসূচি পালনে কোনো বাধা দেওয়া হয়নি দাবি করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় শহীদ মিনার বা খোলা জায়গায় কর্মসূচি করার অনুমতি নেই। তারা চাইলে কোনো ইনডোরে এ কর্মসূচির আয়োজন করতে পারে। শেষ মূহ‚র্তে এসে আপত্তি জানানো প্রসঙ্গে তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি নেতারা জানান, ১০ দফা দাবিতে সমমনা দলগুলোকে নিয়ে ‘যুগপৎ আন্দোলন’ করছে বিএনপি। এর অংশ হিসেবে শনিবার সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা সিলেটে এ কর্মসূচি পালিত হওয়ার কথা। সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।