মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
জাতীয় শোকের মাস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা।
সুরক্ষা সামগ্রীর মধ্য ছিল ১ লাখ ২০ হাজার লিটার অক্সিজেন সিলিন্ডার, ১ হাজার পিস মাস্ক, ১০০ কেজি আপেল, ২০টি হুইল চেয়ার ও নগদ অর্থ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
৪ আগষ্ট বুধবার দুপুরে শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডস্থ এমপির বাস ভবনে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ফিনলে টি কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমেদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ঢাকা বিভাগের সভাপতি এ কে. এম নাজিব উল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি