জালাল উদ্দীন সিদ্দিক :
দুপুরের চা’য়ে নেই
দিবসের স্বস্তি,
ক্লাসের ফাঁকে নেই
আড্ডা ও মস্তি।
সেমিনারে বসে আজ
হয়নাকো গল্প,
খুব বেশি দুষ্টুমি
পড়াশোনা অল্প।
বন্ধুরা সব আজ
ঘরে ঘরে বন্দী,
কবে জানি শেষ হবে
করোনার সন্ধি।
দোয়া করি পৃথিবীটা
হয়ে যাক সুস্থ,
আশেপাশে থাক ফের,
প্রিয়জন ও দোস্ত।