জ্ঞানী

6

রমজান আলী রনি :

তিনিই তো জ্ঞানী; যে সুকর্ম ধ্যানী
হবে তার জয়
প্রাজ্ঞ সেই জন-সহ্যে যে বেদন
নেই তার ক্ষয়।

শত জ্বালা তার; নেয় অন্যে ভার
নেই তার ভয়
থাকে সভ্য দেশে-ঐ দুখীর বেশে
কত দুঃখ সয়।

ঝর্ণা তাকে দেখে, নিজ কর্মে শেখে
বলে তুই জ্ঞানী
তার সেই কার্য – নভ করে ধার্য
ভুল নয় জানি।

বেদনায় পিষে ! দু’পায়ের বিষে
কে হয়না ঋনী?
সাচাঁর ঐ বাণী- বলো কেবা মানি
যদিও বা শুনি?

কালের ঐ ভেলা, গবা করে হেলা
দক্ষ করে তৈরি
বাঁকা মার্গ মাঝে; সভ্য রাজি সাঁজে
নিন্দা করে বৈরি।

দম্ভ করে অজ্ঞ, মর্মে করে যজ্ঞ
মূঢ় টেঁসা খুঁজে?
নম্র বলে ওরে- মূর্খ মরে চরে
বিজ্ঞ বলে কুযে।