পিতা-মাতা উধাও ॥ ওসমানী হাসপাতালে ফেলে যাওয়া শিশুটি পুলিশের জিম্মায়

74

স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে পাষন্ড পিতা-মাতা উধাও হয়ে গেছেন। গতকাল মঙ্গলবার আদালতে আবেদনের প্রেক্ষিতে ওই শিশুটিকে এখন এক পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ মে সকালে ওসমানী হাসপাতালের শিশু বিভাগে নবজাতক ওই শিশুটিকে নিয়ে ভর্তি হন এক দম্পতি। হাসপাতালের রেজিস্ট্রারে শিশুটির পিতার নাম শিমুল আহমদ ও মায়ের নাম আয়শা বেগম এবং ঠিকানা নগরীর শিবগঞ্জ সোনারপাড়া লিখানো হয়। ওইদিন সন্ধ্যায় শিশুটিকে রেখে উধাও হয়ে যান ওই পিতা-মাতা।
ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ওমর জানান, নবজাতক শিশুটিকে রেখে পিতা-মাতা উধাও হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে শিশুটির দেখভাল করি। অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গতকাল মঙ্গলবার শিশুটিকে সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশুটিকে সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের জিম্মায় হস্তান্তর করি। আদালতে আবেদনের প্রেক্ষিতে শিশুটিকে কনষ্টেবল রবিউলের জিম্মায় দেয়া হয়।