কোম্পানীগঞ্জে ২১০০ পরিবারের মধ্যে জেছিসের কোরবানির মাংস বিতরণ

4

অসহায় ও দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও সকলের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে গত ২১ ও ২২ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই ইউনিয়নে ২১০০ পরিবারের মাঝে ইসলামিক রিলিফ বাংলাদেশ কোরবানির মাংস বিতরণ করা হয়।
মাংস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম, ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন, দক্ষিন রনিখাই ইউপি চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা জেছিস এর মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মো: নূরুল আলম, ফিল্ড মনিটর মো: শাহমুদ জাহান, মো: আমিন উদ্দিন, ফরিদ উদ্দিন, মো: এনামুল হক এবং ইসলামিক রিলিফের প্রকল্প কর্মকর্তা তাহসিন আজিজ। ইসলামিক রিলিফ, বাংলাদেশ-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় বেসরকারি সংস্থা জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস) এর সহায়তায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মোট ৬০টি গরু কোরবানি করা হয়। কোরবানির মাধ্যমে প্রাপ্ত মাংস ২১০০টি পরিবারের মাঝে ২ কেজি করে বিতরণ করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। বিজ্ঞপ্তি