হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে ছয় কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই যুবক গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১১ জুলাই) রাতে সদর উপজেলার আটঘরিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের ছেলে জসিম উদ্দিন ও একই গ্রামের এজাবত আলীর ছেলে আলা উদ্দিন। পরে সোমবার (১২ জুলাই) হবিগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে সাপের বিষ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে পাচার করে আসছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় প্রায় ৯ কেজি সাপের বিষসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ছয় কোটি টাকা।
মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এগুলো নিজেদের বলে স্বীকার করে এগুলো কোবরা সাপের বিষ বলে জানিয়েছেন।