সিলেটে আকস্মিক ডিজেল সংকট

17

স্টাফ রিপোর্টার :
সিলেটে আকস্মিকভাবে ডিজেল সংকট দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে রেলওয়ের ডিজেলবাহী ওয়াগন না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাষ্ট্রীয় তেল বিপননকারী কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনায় বারবার যোগাযোগ করেও জ্বালানি তেল পাচ্ছেন না পেট্রোল পাম্প মালিকরা। এ অবস্থা চলতে থাকলে সিলেটের পাম্পে ডিজেল বিক্রি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী ।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ নভেম্বর মঙ্গলবার ভোর পৌনে তিনটায় ব্রাম্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে করে চট্টগ্রাম থেকে রেলের তেলবাহী ওয়াগন আখাউড়ায় আটকে পড়েছে। ডিজেল সংকটের কারণে পেট্রোল পাম্প মালিক ও ব্যবহারকারীগণ দুর্ভোগে পড়েছেন।
এ ব্যাপারে যমুনা অয়েল কোম্পানির সিলেট জেলা মার্কেটিং অফিসার বাকি উল্লাহ জানান, রেলওয়ে ওয়াগন পরিবহণ সংকটের কারণে সিলেটে ডিজেল সংকট দেখা দিয়েছে। তিনি আরো বলেন, রেলের ওয়াগন সংকটের কারণে কয়েকদিন ধরে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে। রেলের ইঞ্জিন ও জ্বালানিবাহী ওয়াগন বাড়ালে এ সংকট নিরসন হবে।
এ ব্যাপারে পেট্রোল পাম্প মালিক সমিতি, সিলেটের সভাপতি মোস্তফা কামাল বলেন, আমরা আগেই এ ব্যাপারে সংশ্লিষ্টদের জানিয়েছি। প্রতি বছর এ সময় আসার সঙ্গে সঙ্গে আমাদের জ্বালানি তেলের সংকটের কবলে পড়তে হয়। বিভিন্ন অজুহাতে দীর্ঘ দিন যাবত সিলেটে ডিজেল সংকট দেখা দেয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্টিবিউটর এজেন্ট এবং পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সহ সভাপতি হুমায়ুন আহমদ জানান, ডিজেল সংকটের কারনে জালানী পরিবহন ব্যবসায় স্থবিরতা দেখা দিয়েছে। সিলেটে ডিজেল সংকটের কারণে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষ চাইলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব হতো বলে জানান তিনি।