ইন্দোনেশিয়ায় করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি, দুদিনেই মারা গেছেন দুই হাজার মানুষ

6

কাজিরবাজার ডেস্ক :
ইন্দোনেশিয়ায় সম্প্রতি করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। দু’দিনে দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপদেশটিতে করোনায় মারা গেছে প্রায় দুই হাজার মানুষ। আক্রান্ত ৭২ হাজার ৭৭০ জন। শুক্রবার ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে, ১৮ কোটি ৬৪ লাখ ৬০ হাজার ৩৭৯ জন। মৃত্যু ৪০ লাখ ২৮ হাজার ৯০২ জন। সুস্থ হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ ৪ হাজার ৬৬ জন।
ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ আরও জানায়, ১৯ লাখ ৪ হাজার ৫৬৯ বর্গকিলোমিটারের দেশ ইন্দোনেশিয়ার সীমানাভুক্ত ১৩ হাজার ৪৬৬টি দ্বীপের প্রতিটিতেই ছড়িয়ে পড়েছে করোনা; তবে সবচেয়ে নাজুক অবস্থায় আছে দেশটির বৃহত্তম দ্বীপ জাভা, প্রধান পর্যটন দ্বীপ বালি, পাপুয়া এবং সুমাত্রা। গত দেড় বছরের মহামারী পরিস্থিতিতে এই প্রথম এত স্বল্পসময়ের মধ্যে এত বিপুলসংখ্যক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটল ইন্দোনেশিয়ায়।
দেশের যেসব অঞ্চলে সংক্রমণের হার বেশি কিংবা বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, ইতোমধ্যে সেসব অঞ্চলকে ‘রেড জোন’ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশের ৪৩ এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং এই এলাকাসমূহে জনগণের চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তো এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জাভায় বর্তমানে সংক্রমণের যে পরিস্থিতি, দেশের অন্যান্য এলাকায় যেন এই অবস্থা দেখা না দেয় সেজন্যই উপদ্রুত এলাকাসমূহকে রেড জোন ঘোষণা করা হয়েছে। জাভা, বালি, পাপুয়াসহ বিভিন্ন দ্বীপের অধিকাংশ হাসপাতালে নতুন রোগী ভর্তি করার জায়গা না থাকায় হাসপাতালে ভর্তি হতে আসা অনেক গুরুতর অসুস্থ রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলো।