তোফায়েল আহমেদ টুটুল
সে আমারে ভুলে গেছে
পরম বন্ধু যেজন,
বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে
হইনি আমি সুজন।
পাঠিয়ে দিল আপন ইচ্ছায়
মায়া জগত সংসারে,
আমি কি আর পর ভেবেছি
রেখেছিলাম এ অন্তরে।
পথের বাঁকে হারিয়ে তাকে
খুঁজে মরি সেই দোসর,
যেজন আমায় শুধু ভালবাসে
দিবা নিশি অষ্ট প্রহর।
আল্লাহ ঈশ্বর হরি ডাকি ভগবান
পূজিতে রাঙ্গা চরণ,
তোমার করুণায় সুন্দর পৃথিবীতে
পেয়েছি জীবন মরণ।
সাধনা সাধিতে জপেছি নাথ শ্যাম
নিত্য আরাধনার মিনতি,
হৃদয়ের বিশ্বাসে রাখি ভক্তির প্রেম
সাজানো প্রেমের আরতি।।