দক্ষিণ সুরমায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ ফার্মেসীকে জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
সিলেটে কিছুদিন পর পর অভিযান চালানো হলেও ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি কিছুতেই বন্ধ করছেন না ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুরমায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৩টি ফার্মেসিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এসএসপি ওবাইন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দক্ষিণ সুরমায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তমা ফার্মেসিকে ১ হাজার, মামুন মেডিকেল হলকে ১ হাজার ও আল-মদিনা ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করে র‌্যাব-৯ এর একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ওবাইন। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।