তালামীযের মিলাদুন্নবী (সা:) র‌্যালী ৩ জানুয়ারী সফলের লক্ষ্যে দাওয়াতী সফর শুরু

42

৩ জানুয়ারি সিলেট নগরীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) র‌্যালী সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী দাওয়াতী সফর শুরু করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, ঈদে মিলাদুন্নবী সিলেট বিভাগীয় র‌্যালী বাস্তবায়ন কমিটি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জকিগঞ্জে হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র:) এর মাজার জিয়ারত শেষে হযরত বড় ছাহেব ক্বিবলাহ আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর দোয়া নিয়ে এই সফর কর্মসূচী শুরু করেন। পরে প্রতিনিধি দল বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম সচিব আহমদ হাসান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরীর সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় মিলিত হন।
এদিকে গত বৃহস্পতিবার বাদ মাগরিব সিলেট বিভাগীয় কার্যালয়ে মিলাদুন্নবী র‌্যালী বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী গিলমান এর সভাপতিত্বে সদস্য সচিব ও সিলেট মহানগরী সভাপতি হুমায়নূর রহমান লেখনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ উদ্দীন, সহ-অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, শাবিপ্রবি’র সভাপতি দুলাল আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি উসমান গণী, পশ্চিম জেলা সভাপতি সুহাইল আহমদ তালুকদার, মৌলভীবাজার জেলা সভাপতি কাওছার আহমদ, সিলেট মহানগরী সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, সাইফুর রহমান শুভ, আবুল কাসেম প্রমুখ। বিজ্ঞপ্তি