দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা ॥ গেইটের রাস্তায় ডিভাইডার ও গেইট নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী

19

হযরত শাহাজালাল (রহ.) মসজিদ-মাজারের পরিবেশ ও সৌন্দর্য্য রক্ষার নামে দরগার প্রধান গেইটের সম্মুখস্থ রাস্তায় ডিভাইডার ও গেইট নির্মাণে সিলেট সিটি কর্পোরেশনের পরিকল্পনা প্রত্যাহারের দাবী জানিয়েছে হযরত শাহাজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি। হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে গত রোববার রাতে অনুষ্ঠিত সভায় সমিতির নেতৃবৃন্দ এ দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মাজারে আসা ভিআইপিদের নিরাপত্তা বিঘিœত হতে পারে। তাছাড়া রাস্তার মধ্যে পর্যটকবাহী গাড়ির তীব্র যানজটের সৃষ্টি ও মুসল্লিদের নামাজ আদায় করতেও অসুবিধা হবে। একই সাথে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবে। সভায় উক্ত দাবী বাস্তবায়নের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং খুব শীঘ্রই সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
সমিতির সভাপতি মো: সামছুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সহ-সভাপতি মো. লুৎফুর রহমান লিলু, সৈয়দ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, সহ-সাধারণ সম্পাদক মো. জেবুল হোসেন ফাহিম, অর্থ সম্পাদক সাকের আহমদ চেীধুরী, আইন বিষয়ক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. হেলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মো. মোদাব্বির হোসেন, আবুল হাসান, সৈয়দ খলিলুর রহমান কামরান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ছাদীকুর রহমান, সৈয়দ মুজিবুর রহমান, সুলতান খান, আব্দুর খালিক, মুজাহিদ হোসেন মুনিম, জুনেদ আহমদ শইকত প্রমুখ। বিজ্ঞপ্তি