৭ম দিনের লকডাউনে সিলেটে ১৫৪টি মামলা, দেড় লক্ষ টাকা জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
সিলেটে কঠোর লকডাউন বাস্তবায়নে ৭ম দিন মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারী বিধিনিষেধ অমান্য করার দায়ে ১৫৪টি মামলা ও ১ লক্ষ ৫১ হাজার ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছে জেলা প্রশাসন।
গতকাল বুধবার সকাল থেকে সারাদিন মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড দেন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব। মোবাইল কোর্ট পরিচালনা কাজে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত রয়েছে।
এদিকে গতকাল বুধবার ৭ম দিনের লকডাউনে নগরীর সড়কগুলোতে হালকা যানবাহন ও মানুষের চলাচল ছিল লক্ষ্যনীয়।