কানাইঘাট থেকে সংবাদদাতা :
আমরারে রাখি কই গেলায় গো আব্বা? ও আল্লাহ তুমি চাইছো না নি? এমনি করেই আর্তনাদ করছিল ছুরিকাঘাতে নিহত কানাইঘাটের মাইক্রো চালক আব্দুল মালিক আরিফের অবুঝ শিশু ৭ বছরের বড় মেয়ে ইমা। বাবার লাশ বারবার জড়িয়ে ইমার অঝর কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি। মালিকের অপর দুই শিশু মেয়ে ৩ বছরের তমা ও ৪ মাসের নবজাতক লিমা যেনো বাকরুদ্ধ হয়ে বাবা হারানোর সেই করুন দৃশ্যটি দেখছিল। অবুজ এ দুই শিশুর চোখ দিয়ে তখন ঝরছিল অশ্র“। রাখি বেগম স্বামীকে হারিয়ে ৩ শিশু সন্তানকে নিয়ে যখন আর্তনাদ করছিলেন তাদের গগণ বিদারক কান্না দেখে আত্মীয় স্বজন ও আশপাশের লোকজনরাও চোখের জল ধরে রাখতে পারেন নি। প্রায় ২ মাস পূর্বে আরেক ছেলে সালমান আহমদ সৌদিআরবে অসুস্থ হয়ে মৃত্যুর শোক কাটিয়ে উঠার আগেই ছোট ছেলে মালিক ছুরিকাঘাতে মারা যাওয়ায় পিতা জামাল উদ্দিন ও মাতা বার বার মূর্ছা যাচ্ছেন। গত বুধবার বিকেল ৩টায় ময়না তদন্ত শেষে নিহত আব্দুল মালিকের লাশ তার নিজ বাড়ী উপজেলার সাতবাঁক ইউপির জুলাই গ্রামে নিয়ে আসা হলে তার আত্মীয় স্বজন ও এলাকার শোকাহত লোকজন বাড়ীতে ভিড় করেন। এ সময় মালিকের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকেই। তার অবুঝ সন্তানদের শান্তনা দেন সবাই। ঐ দিন রাত সাড়ে ১০টায় স্থানীয় জুলাই প্রাথমিক বিদ্যালয় মাঠে মালিকের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকার হাজারো মানুষ শরীক হন। এ সময় সবাই মালিক হত্যার একমাত্র খুনি দেওয়ান আব্দুল বাছিত @ টাইলস্ বাছিতের ফাঁসির দাবী জানান। পরে তার লাশ বড় মসজিদের কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুল মালিক ৫ ভাই-বোনদের মধ্যে সবার ছোট। প্রায় ২ মাস আগে তার এক ভাই সৌদিআরবে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন।
প্রসঙ্গত যে, গত ১৫ মে (বৃহস্পতিবার) উপজেলার সাতবাঁক ইউপির জুলাই মাঝরচটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আব্দুল মালিক আরিফ (৪০) স্থানীয় সড়কের বাজারে দীঘিরপার ইউপির মৃত নুরুল হকের পুত্র দেওয়ান আব্দুল বাছিতের নিকট পাওনা ১৫শ’ টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল বাছিত চাকু দিয়ে আব্দুল মালিকের পেটের বাম পাশের্^ উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আব্দুল মালিক সিলেটের ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাত ২টার দিকে মৃত্যু বরণ করেন। আব্দুল মালিকের স্বজনরা হত্যা কান্ডের একমাত্র আসামী আব্দুল বাছিতের ফাঁসির দাবী জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও অনেকে আব্দুল মালিককে হত্যাকারী বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত আব্দুল বাছিতের ফাঁসির দাবী জানান।