হবিগঞ্জের নতুন পুলিশ সুপার মুরাদ আলী

6

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা) উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ দেওয়া হয়।
একই সঙ্গে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে পুলিশ অধিদফতরে সহকারী পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বদলি হওয়া পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।