ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকার দাবিতে বাসদের বিক্ষোভ সমাবেশ

6

 

একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার পাঁয়তারা বন্ধ, সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, বিরোধী দলের সভা-সমাবেশে হামলা, মামলা, গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে মামলা- হয়রানি বন্ধ, শ্রমিকদের হত্যার বিচার, নিহত – আহত শ্রমিকদের ক্ষতিপুরন, ন্যুনতম মজুরি ২৫০০০ টাকা মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানো, সর্বজনীন রেশন চালুসহ বিভিন্ন দাবিতে বাসদ মার্কসবাদী সিলেট জেলার উদ্যোগে নভেম্বর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহŸায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সঞ্জয় কান্ত দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সভাপতি মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহসভাপতি সুমিত কান্তি দাস পিনাক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজ দেশে একটি ফ্যাসিবাদী শাসন চলছে। এই শাসনের নগ্ন রূপ প্রকাশিত হয়েছে মজুরিবৃদ্ধির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিক হত্যাকাÐের মধ্যে দিয়ে। ইতিমধ্যে ৪জন শ্রমিককে হত্যা করা হয়েছে। নামে-বেনামে মামলা করা হয়েছে ১২হাজার শ্রমিকের নামে। শ্রমিকদের দাবি নূন্যতম মজুরি ২৫হাজার টাকা। অথচ মালিকরা দিতে চাইছে মাত্র ১২হাজার টাকা। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ওখঙ) ঘোষণা মতে, সর্বনিম্ন মজুরি আইন দ্বারা নিশ্চিত করতে হবে। শ্রমিক ও তার পরিবারের ভরণপোষণ, আবাসন, চিকিৎসা সর্বোপরি মনুষ্যোচিত জীবনযাপন ব্যয়, সামাজিক নিরাপত্তা সুবিধা ইত্যাদিকে বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে (১৩১ অনুচ্ছেদ)। দেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার বিষয়টি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব বলা হয়েছে।
নেতৃবৃন্দ এ বিরুদ্ধে লড়াই গড়ে তোলার আহŸান জানান। বিজ্ঞপ্তি