জগন্নাথপুরে হামলায় নারী আহত

7

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে এক অসহায় নারী আহত হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। আহত নারীর নাম রোকসানা বেগম সাধনা (৩২)। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের পরেশ দাসের মেয়ে। হামলাকারী আওয়ামীলীগ নেতার নাম আবুল কয়েছ ইসরাইল। তিনি স্থানীয় দাওরাই গ্রামের মৃত অমৃত উল্লার ছেলে ও আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, সনাতন ধর্মাবলম্বী সাধনা দাসকে মুসলিম করে বিয়ে করেন আওয়ামীলীগ নেতা ইসরাইল। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এক পর্যায়ে সাধনাকে তালাক দেন ইসরাইল। এ সময় অসহায় সাধনা তার কন্যা নিয়ে গ্রামের অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ ঘটনায় সাধনা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। এরই জের ধরে ৬ নভেম্বর আওয়ামীলীগ নেতা ইসরাইল সহ তার লোকজনের হামলায় অসহায় নারী সাধনা আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত সাধনা বাদী হয়ে আওয়ামীলীগ নেতা ইসরাইল সহ ৫ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চেষ্টা করেও আওয়ামীলীগ নেতা আবুল কয়েছ ইসরাইলের মন্তব্য জানা সম্ভব হয়নি।