সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে জুডিসিয়াল, নন জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয় কমিশনের উপর শতকরা ১৫ ভাগ কর ও শতকরা ১০-১২ ভাগ উৎসে করারোপ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা করা হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি হাজী আব্দুল খালিকের সভাপতিত্বে প্রচার সম্পাদক কাজী এ কে এম শামছুদ্দিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচী শেষে সমাবেশে বক্তারা অনিদিষ্ট কালের জন্য চালান তোলা ও বিক্রি বন্ধ রাখার আহবান জানান। তারা জুডিসিয়াল, নন জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয় কমিশনের উপর শতকরা ১৫ ভাগ কর ও শতকরা ১০-১২ ভাগ উৎসে করারোপ বন্ধের দাবী জানান। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হাজী আশরাফ উদ্দিন, সহ সভাপতি বদিউজজামান চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মঈন উদ্দীন আহমদ, সদস্য আফম রেজাউল কবীর, নুরুল ইসলাম, মাওলানা মো. আব্দুল খালিক, আব্দুল কাইয়ুম সরকার, বিভাগীয় কমিটির সদস্য লাল মিয়া প্রমুখ। পরে প্রধানমন্ত্রী বরাবরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা করা হয়েছে। বিজ্ঞপ্তি