জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ উপজেলায় পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে সনাতন ধর্মাবলম্বী পূজা উদযাপন পরিষদের সাথে সচেতনতামূলক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জামালগঞ্জ থানা প্রাঙ্গণে নিরাপদ দূরত্ব বজায় রেখে জামালগঞ্জ উপজেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম। জামালগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, পূজা উদযাপনের পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অজয় পাল চৌধুরী, পূজা উদযাপন পরিষদের জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি শৈলেন্দ্র দেবনাথ, বেহেলী ইউনিয়ন সভাপতি সুবোধ রঞ্জন তালুকদার, ভীমখালী ইউনিয়ন সভাপতি গৌতম রায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি চন্দন কুমার রায়, ফেনারবাঁক ইউনিয়ন সভাপতি সিন্ধুভূষণ তালুকদার ও সাধারণ সম্পাদক দিবাকর তালুকদার মিন্টু, সাচনা বাজার ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, জামালগঞ্জ বসুন্ধরা মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন তালুকদার।
বক্তাগণ বলেন, প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূলে জনগণের আস্তার প্রতীক হয়ে উঠতে গ্রামপর্যায়ে কাজ করে যাচ্ছে জামালগঞ্জ থানা পুলিশ। এর মাধ্যমে দ্রুত পুলিশিং সেবা নিশ্চিত করতে সকলকে সহযোগিতার পাশাপাশি একযোগে কাজ করতে হবে। এই কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে সাড়া ফেলবে। উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে বিট ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।