ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

5

স্টাফ রিপোর্টার :
ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের ডাইকের বাজার এলাকায় খাম্বায় উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবুল ইসলামের (৩৪) বাড়ি পঞ্চগড় জেলার হাটুয়ারী থানার বরশালুপাড়া গ্রামে।
সিলেট পল্লীবিদ্যুৎ-১ এর ফেঞ্চুগঞ্জ সাব জোনাল অফিসের ডিজিএম সনৎ কুমার ঘোষ বলেন, ফেঞ্চুগঞ্জ-১ উপকেন্দ্রের ৪ডি ( সিলেট) ফিডারের আওতায় পাঁচটি খুঁটির কাজের জন্য ফেঞ্চুগঞ্জ-১বি উপকেন্দ্রের ৪ডি (সিলেট) ফিডারের মল্লিকপুর ত্রিফেজ সেকশন শাটডাউন নিয়ে কাজ শুরু করে। কিন্তু আগের একটি খুঁটি (ফেঞ্চুগঞ্জ-২ উপকেন্দ্রের ৩সি) বালাগঞ্জ ফিডারের আওতায় স্থাপন ছিল যাহা শাটডাউন না নিয়ে ঠিকাদারের দুইজন লাইনম্যান কাজ শুরু করে এবং তৎক্ষণাত তড়িৎ আহত হয়ে নিচে পড়ে যায়। তার মধ্যে একজন লাইনম্যান মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। অন্য লাইনম্যান সামান্য আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাইকের বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেল্ট বাঁধা অবস্থায় খাম্বায় কাবুল ঝুলছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।