বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খান’র দাফন সম্পন্ন

8
দক্ষিণ সুরমার বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল ওয়াহাব খানের জানাযার নামাজের একাংশ। (ইনসেটে) খোকা খান।

দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী, বিশিষ্ট শালিসী ব্যক্তিত্ব, বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, লালাবাজার আলিম মাদরাসা ম্যানেজিং কমিটির সভাপতি, বিবিদইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিবিদইল জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, প্রাক্তন ইউপি সদস্য আব্দুল ওয়াহাব খান (খোকা খান) আর নেই। তিনি ২৩ জুন বুধবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ১ মেয়ে ও ৫ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বুধবার বিকাল সাড়ে ৫টায় বিবিদইল শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ হযরত আবু দৌলত (র:) মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, আসন্ন উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মস্তাকুর রহমান মফুর, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর জামায়াতের সাবেক আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট বিভাগীয় সেক্রেটারী মাওলানা ফারুক আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুব আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, উপ প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা বিএনপি নেতা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সাধারন সম্পাদক শামীম আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, আব্দুল মতিন, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, সমছু মিয়া, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মাখন মিয়া, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ল্যান্ডমার্ক সিলেট প্রাঃ লিঃ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আহাদ, মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বুলবুল আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, সিলেট মহানগর বিএনপি নেতা লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী গৌছ মিয়া, লালাবাজার হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুছ সালামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহন করেন। জানাজার নামাজে ইমামতি করেন লালাবাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ। বিজ্ঞপ্তি