দুঃখ বিলাসী রাত্রি

8

মোঃ রতন ইসলাম :

দুঃখ বিলাসী মধ্যরজনী
সজনির ধ্যানে ক্লান্ত,
গাঢ় আঁধারের হস্ত ছুঁয়েছে
মনের সকল প্রান্ত!
দীর্ঘ শ্বাসের কষাঘাতে শুনি
তারকা খসার শব্দ,
মেঘমালাদের কালচে মিছিলে
নিশাকর বেশ জব্দ!

পেঁচার নয়ন যৌবন পেয়ে
আঁধার বিলাসে মগ্ন,
বৃদ্ধতা দেবে খানিক বাদেই
সূর্য ওঠার লগ্ন।
দু’চোখে আমার ঘুমের লড়াই
তুমুল আকারে চলছে,
নিদ্রার কাছে পরাস্ত আমি
জোনাকিরা এসে বলছে!

কণ্ঠে জমেছে বিষাদের সুর
ঝরোঝরো ভাব আননে,
ঝিঁঝিঁদের ডাক বাদ্য সেজেছে
বাড়ির পাশেই কাননে।
খানিক বাদেই প্রভাত জাগাল
ঊষার পাখির কূজনে,
আরো একরাত জেগে কাটালাম
ব্যথা আর আমি,দুজনে!