জাতীয় সম্পদ টাঙ্গুয়ার হাওর রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে হাওর বাঁচাও আন্দোলনের স্মাারকলিপি

8

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতীয় সম্পদ টাঙ্গুয়ার হাওরকে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে পুনরুদ্ধার করে টাঙ্গুয়ার হাওরে প্রকৃত-পরিবেশ ও জীব বৈচিত্র্য উন্নয়নে স্থায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকিলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে স্বারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ। এ সময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, প্রচার সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।
জাতীয় সম্পদ টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে হাওর বাঁচাও আন্দোলন প্রধানমন্ত্রীকে শেষ ভরসা মনে করে। তাই টাঙ্গুয়ার হাওর রক্ষায় স্থানীয় জনমতের প্রতিফলন অনুযায়ী তারা সাতদফা দাবি উত্তাপন করেন।