স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জে অবৈধভাবে নদী থেকে বালু ও পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে ২ ব্যক্তিকে ৭৯ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর। গত সোমবার দুপুরে সুরমা ও জাহাঙ্গিনগর এলাকায় এই টাস্কফোর্সের অভিযানে তাদেরকে এ বড় অংকের টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯’র প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ, এএসপি মোঃ আব্দুল্লাহ এবং মোঃ রাসেল নোমান (এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, সুনামগঞ্জ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, সিলেট), ২৮ বিজিবি ব্যাটালিয়ন, সুনামগঞ্জ, বাংলাদেশ পুলিশ সদর থানা ও জেলা প্রশাসনের প্রতিনিধির সমন্নয়ে সংঙ্গিয় ফোর্সসহ একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এ সময় সুনামগঞ্জ জেলার সদর থানার সুরমা ও জাহাঙ্গিনগর ইউনিয়নের পূর্ব ও পশ্চিমপাড় পর্যন্ত ধোপাজান চলতি নদী হতে অবৈধ ভাবে বালু ও পাথর উত্তোলন করে স্তুপকৃত প্রায় এক লক্ষ ঘনফুট পাথর, সিংগেলস এবং ২ লক্ষ ঘনফুট বালু জব্দ করে সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র তারেক রহমানকে ৫৫ লাখ ২০ হাজার টাকা এবং সুনামগঞ্জ সদর থানার মো: আলী ফরিদের পুত্র লুৎফর রহমানকে ২৪ লক্ষ ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৭৯ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার সিনিঃ এএসপি ওবাইন জানিয়েছেন।