স্পোর্টস ডেস্ক :
ইতালিয়ান সিরি আতে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের দেখা পেলেও জয় পায়নি জুভেন্টাস। তুরিনোর বিপক্ষে ম্যাচটি ২-২ গোল ব্যবধানে ড্র হয়েছে। এদিকে স্প্যানিশ লা-লিগার খেলায় এভারটনের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে জিদানের শিষ্যরা।
ম্যাচের ১৩ মিনিটের সময় ফ্রেডরিখ চিয়েসার গোলে লিড নেয় জুভেন্টাস। মাত্র ১৪ মিনিটের ব্যবধানেই সমতা ফেরায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই এগিয়ে যায় তুরিনো। পরে রোনালদোর সুবাদে সেই গোল শোধ দিতে ৭৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়ে জুভেন্টাসকে।
এই ড্রয়ের পর ২৮ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে জুভেন্টাস। সমানে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান, ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এসি মিলান ও ৫৮ পয়েন্ট পাওয়া আটলান্টা রয়েছে তিন নম্বরে।
এদিকে দিনের অন্য ম্যাচে চাপ ধরে রেখে ২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। তবে বাঁ দিক থেকে আসেনসিওর দূরের পোস্টে নেওয়া শট ক্রসবারে বাধা পায়। রিয়ালের অপেক্ষা শেষ হয় ৪১তম মিনিটে। মাঝমাঠে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে আসেনসিওকে বাড়ান কাসেমিরো। ডি-বক্সের মুখ থেকে শট নিতে গিয়ে পড়ে যান স্প্যানিশ ফরোয়ার্ড, তবে বল ঠিকই খুঁজে পায় ঠিকানা।
সার্জিও রামোসের অনুপস্থিতিতে অধিনায়কের আর্ম ব্যান্ড পাওয়া মার্সেলো প্রথমার্ধে খেলেন দুর্দান্ত। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে তার আরেকটি দারুণ ক্রস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন ইসকো। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে রিয়াল।
ম্যাচের ৬২তম মিনিটে নিজেদের ভুলে গোল খেতে বসেছিল তারা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের খুব সাধারণ একটি ব্যাকপাসে বলের লাইন মিস করেন কোর্তোয়া। বলের পেছনে ছুটে একেবারে শেষ মুহূর্তে স্লাইড করে ফেরান বেলজিয়ান গোলরক্ষক।
পরের ১০ মিনিটে কয়েকটি আক্রমণ করে এইবার; কোর্তোয়াকে যদিও কোনো পরীক্ষায় ফেলতে পারেনি তারা। এর মাঝেই ৭৩তম মিনিটে ব্যবধান বাড়িয়ে জয়ের সম্ভাবনা জোরালো করে রিয়াল। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ক্রসে হেডে গোলটি করেন বেনজেমা।
এ জয়ে ২৯ ম্যাচে দুইয়ে ওঠা রিয়ালের পয়েন্ট ৬৩। তিনে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৬২, তবে এক ম্যাচ কম খেলেছে তারা। বার্সেলোনার সমান ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।