সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টি সহ মনোনয়নপত্র জমা দিলেন ৬ প্রার্থী

7
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তারা স্বশরীরে সিলেট নগরীর মেন্দিবাগে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে হাজির হয়ে এই মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের সাথে দলীয় নেতাকর্মী ও তাদের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেন, আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপি নেতা শফি আহমদ চোধুরী ছাড়াও আরও ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- জাহেদুর রহমান মাসুম, জুনায়েদ মুহাম্মদ মিয়া এবং ফাহমিদা হোসেন রমা। তারা ৩ জনই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের এই ৬ জনের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাছাই-বাছাই করা হবে।
করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যান সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ জুলাই এ আসনে উপনির্বাচন হওয়ার কথা।