রাজীব হাসান :
আকাশ মাঝে ঐ দেখো আজ
বৃষ্টি করছে খেলা
আধার মাঝে কালো মেঘে
ডুবে গেছে বেলা।
মেঘের দেশে যায় হারিয়ে
একটুখানি হেসে
আকাশ হতে মেঘের গর্জন
আসে বুঝি ভেসে।
মেঘের আড়ালে এসে ঝড়
করে লন্ডভন্ড সব
ঝড়ের খেলায় উল্টে পড়ে
গোলাপ ফুলের টব।
মেঘের দেশে ভেলায় ভেসে
বৃষ্টিরা করে খেলা
প্রচন্ড গরমে আকাশ চরমে
ভাসায় সুখের ভেলা।