সুনামগঞ্জে শাহ্ আব্দুল করিমের মৃত্যু বার্ষিকী পালিত ॥ শাহ আব্দুল করিমের জন্ম ও মৃত্যু সরকারীভাবে পালনের দাবি

56

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
একুশে পদক প্রাপ্ত বাউল স¤্রাট শাহ্ আবদুল করিমের ৯ম মৃত্যু বার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে শাহ্ আব্দুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে শাহ আব্দুল করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান এর সভাপতিত্বে ও শাহ্ আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে কুদরত পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, শাহ আব্দুল করিমের রেখে যাওয়া সম্পদ আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তরুণ প্রজন্মের কাছে আব্দুল করিমের সৃষ্টি ও দর্শণ পৌছিয়ে দিতে হবে। বক্তারা দাবি করেন, শাহ আব্দুল করিমের জন্ম ও মৃত্যু সরকারীভাবে পালনের ব্যবস্থা করতে হবে। দিরাই মদনপুর রাস্তার মোড়কে শাহ আব্দুল করিম চত্বর, দিরাই থানা পয়েন্টকে শাহ আব্দুল করিম চত্বর ও দিরাই-ধল রোডকে শাহ আব্দুল করিম রোড নামকরণের দাবি জানান।
বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নির্মল ভট্টাচার্য্য, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, দিরাই-শাল্লা আসনে জাসদ মনোনীত সংসদস সদস্য প্রার্থী সালেহীন চৌধুরী শুভ, সাংবাদিক গোলাম সারোয়ার লিটন, উন্নয়ন কর্মী মাহবুব হোসেন, শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের সদস্য ওবায়দুল হক মিলন গাজি আফজাল, নরেন ভট্টাচার্য প্রমুখ।