ট্রেন দুর্ঘটনার কারণ জানতে বিচার বিভাগীয় তদন্ত দাবী

12

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাপ্তাহিক সভা গতকাল ২৪ জুন সোমবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯ নং সুরমা ম্যানশনের ৩য় তলায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিকের সভাতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সভায় দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতি পূরণ প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় বক্তারা ট্রেন দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য জোর দাবী জানানো হয়। দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য জোর দাবী জানানো হয়।
সভায় অবিলম্বে সিলেট-আখাউড়া রেল লাইন ডবল লাইনে পরিণত করা সহ নতুন ট্রেন কোচ সিলেট-ঢাকা রুটে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। সভায় সিলেট-ছাতক ট্রেন লাইনে আধুনিক সংস্কার কাজ করে নতুন ট্রেন কোচ প্রদানের জন্য জোর দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আব্দুল ওয়াদুদ, ডা: হাবিবুর রহমান, মুহিবুল ইসলাম (ফটিক), মহসীন মোর্তুজা চৌধুরী (চেয়ারম্যান), আব্দুল মোমিন লাহিন, আব্দুল মোমিন চৌধুরী (উপজেলা চেয়ারম্যান), ইকরাম হোসেন আফাজ, এডভোকেট কামাল আহমদ, এডভোকেট লিজা আখতার, ক্ষমা রাণী দে, আছমা বেগম, মাসুম আহমদ, ইরশাদ আলী, রায়হান আহমদ, এডভোকেট চৌধুরী রহমত এলাহী রাজ, রায়হান আহমদ শিমুল প্রমুখ। বিজ্ঞপ্তি