শেখ একেএম জাকারিয়া :
আম পাকে শাখে শাখে লিচু থরে থরে
মধুমাসে শোভা পাই সব ঘরে ঘরে।
রসেভরা আম জাম গাছে পাকা লিচু
কাঠাল ও আনারস আরো কতো কিছু।
ঘ্রাণভরা মধুমাস জিভে আসে জল
জৈষ্ঠতে হেসে ওঠে পাকা পাকা ফল।
ফলগুলো জলে ভেজে নির্মল হয়
স্বপ্নের এই দেশ আহা মধুময়!