মোঃ রাজিব হুমায়ুন :
মদন জেলে বসত করে
পদ্মা নদীর তীরে,
সারাটি রাত কাটে জেগে
মাছ ধরাকে ঘিরে।
রোজ সকালে বিক্রি শেষে
হাতে আসে টাকা,
সবার মুখে খাবার দিতেই
পকেট থাকে ফাঁকা।
ছেলে-মেয়ের পোষণ খরচ
নিত্য বেড়ে চলে,
বাড়ে নাকো আয়-রোজগার
জীবন যাঁতাকলে।
বুকের ভেতর আশা নিয়ে
বেঁচে আছে তবু,
অভাব যাবে বহুদূরে
ফিরবে না আর কভু।