সৃষ্টির স্রষ্টা

20

রুস্তম আলী :

এই চন্দ্র সূর্য গ্রহ তারা তামাম জাহান
সকল সৃষ্টির ¯্রষ্টা তুমি হে চির মহান।
এই আকাশ পাতালে কোথায় কি আছে
অজানা নয় কিছুই প্রভু তোমার কাছে।
কুলমখলুকাতের সবি তোমার নখদর্পণে
চির অনিদ্রায় দেখ তাই তুমি সারাক্ষণে।
জানো সকল জীবের আপন মুখের ভাষা,
সুখদুঃখ কার কি অন্তরে বুঝ সে আশা,
কার কোথায় মিলবে কি মিলবে না রুজি
সে খবর সবার একমাত্র তুমি জানো বুঝি;
তুমি সবার মিলাও রুজি হায়াত করো দান
তোমার দয়াতে বাঁচে বিশ্বের সকল প্রাণ।