জন্মবার্ষিকীতে বক্তারা ॥ পীর হবিব ছিলেন আদর্শিক রাজনীতির বাতিঘর

2
fvlv‰mwbK I gyw³hy‡×i msMVK cxi nweeyi ingv‡bi 94Zg Rb¥evwl©Kx Dcj‡ÿ Av‡jvPbv mfvq e³e¨ ivL‡Qb wm‡jU †Rjv AvIqvgx jx‡Mi fvicÖvß mfvcwZ kwdKzi ingvb †PŠayix|

ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য পীর হবিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলের হলরুমে পীর হবিবুর রহমানের শুভাকাক্সিক্ষদের উদ্যোগে এ জন্মদিন পালিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পীর হবিবুর রহমান সারাজীবন ব্যক্তিগত লোভ-লালসার ঊর্ধ্বে থেকে গণমানুষের রাজনীতি করে গেছেন। দেশপ্রেমিক প্রজন্ম গড়তে পীর হবিবের রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
বক্তারা বলেন, দেশে যে রাজনৈতিক সংকট ও আস্থাহীনতা চলছে সেটা থেকে উত্তরণের জন্য পীর হবিবুর রহমানের মতো রাজনীতিবীদদের রেখে যাওয়া আদর্শের চর্চা বাড়াতে হবে। বক্তারা পীর হবিবুর রহমান স্মৃতি পাঠাগারটি দ্রুত পুণরায় চালু করতে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর প্রতি জোর দাবি জানান।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় পীর হবিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনায় অংশ নেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা সভাপতি ধীরেন সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আবদুল জব্বার জলিল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান, বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট সৈয়দ মনির হেলাল, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, শিক্ষক ও সংগঠক প্রণব কান্তি দেব, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, সিলেট জেলা গণতন্ত্রপার্টির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, দৈনিক সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবীর পাভেল, দৈনিক বণিকবার্তার সিলেট ব্যুরো প্রধান ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, পীর হবিবুর রহমানের নাতী সৈয়দ বেলায়েত আলী লিমন, যুবলীগ নেতা কবীরুল ইসলাম কবীর, তরুণ উদ্যোক্তা শাকিল জামান ও জায়েদ আহমদ চৌধুরী, এডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী, নির্মল রঞ্জন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি