ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের মিছিল সমাবেশ ॥ ইসরাইলের মানবতা বিরোধী হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান

35
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মসজিদুল আকসা ও ফিলিস্তিনের উপর ইসরাইলী বাহিনীর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

স্টাফ রিপোর্টার :
ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও নির্বিচারে নারী-শিশু ও সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে সারাদেশের মতো সিলেটেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজিদ ও এলাকা থেকে মুসল্লীরা মিছিল নিয়ে কোর্ট পয়েন্টে জড়ো হন। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তরা ইসরাইলে মানবতা বিরোধী হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
মহানগর খেলাফত মজলিস : খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান বলেছেন- ‘ফিলিস্তিনের মজলুম মুসলমানদের প্রতিরোধের মুখে ইসরাইলী যুদ্ধবিরতি ঘোষণা ও মাথা নত করার বিষয়টি মুসলমানদের বিজয়ের পথ তরান্বিত করবে। মুসলমানদের প্রথম কিবলা আলাকসা মসজিদে পবিত্র রমজান মাসে নামাজরত মুসল্লিদের উপর ইসরাইলী বর্বর হামলা এবং ফিলিস্তিনে মুসলিম গণহত্যার দায়ে ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তিনি বলেন- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। জীবন-যৌবন ইজ্জত দিয়ে রক্তের সাগর মাড়িয়ে ফিলিস্তিনের জনগণ সংগ্রাম করছে। আল-আকসা মসজিদ কে ইহুদীদের কবল থেকে মুক্ত করা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই মুক্তি সংগ্রাম চলবে। ফিলিস্তিনের মজলুম মানুষের প্রতি সংহতি প্রকাশ ও ইসরাইলী হামলার বিরুদ্ধে রাজপথে মিছিল সমাবেশ করা মুসলমানদের ঈমানের দাবি।

ইসরাইলী আগ্রাসন কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা ও আল আকসা মুক্ত ও ফিলিস্তিন স্বাধীন করার দাবিতে দক্ষিণ সুরমা খোজারখলার মারকাজ মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন।

তিনি দেশের সর্বস্তরের তৌহিদী জনতাকে মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানোর আহবান জানান।”
ফিলিস্তিনে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার উদ্যোগে ২১ মে শুক্রবার বাদ জুম্মা বন্দর বাজার জামে মসজিদ থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান এর পরিচালনায় নগরীর সুরমা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা সহসভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মহানগর শাখার সহসভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আশিকুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, মাওলানা রওনক আহমদ, জেলা সহসভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মহানগর সহসভাপতি ইঞ্জিনয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, জেলা সহসভাপতি এভোকেট মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিসুর রহমান, সেক্রেটারি মাওলানা নেহাল আহমদ, মহানগর সহসাধারণ সম্পাদক প্রভাষক আহমদ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক ইনজিনিয়ার শাহজাহান কবির ডালিম, দাওয়াহ সম্পাদক মাওলানা বেলাল উদ্দিন আহমদ চৌধুরী ওয়েছ, শিক্ষা ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ মাহফুজ আদনান, মহানগর সহসাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাবীর, সহবায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সহ অফিস ও প্রচার সম্পাদক তৌহিদ আহমদ চৌধুরী, মহানগর খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা মনজুরে মাওলা, শাহপরান পূর্ব থানা সভাপতি মোঃ ফারুক মিয়া, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা আব্দুর রহমান, কতোয়ালী পূর্ব থানা সভাপতি মুহাম্মদ রেজুয়ানুল হক, মহানগর শ্রমিক মজলিস নেতা মাওলানা সেলিম আহমদ, ইনজিনিয়ায় আব্দুল মান্নান, খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা সহসভাপতি মাওলানা আব্দুল আহাদ মাসুম, ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সেক্রেটারি মুহাম্মদ শিহাব উদ্দিন, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমীন, সিলেট মহানগর শাখার বায়তুলমাল ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস জালালাবাদ থানা সেক্রেটারি হাফিজ মাওলানা সাদিকুর রহমান, শাহপরান পূর্ব থানা সেক্রেটারি কয়েছুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা থানা সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজু, বিমানবন্দর থানা সেক্রেটারি মাওলানা শিব্বির আহমদ, কতোয়ালী পূর্ব থানা সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী, কতোয়ালী পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা ইমাম উদ্দিন ও মাওলানা রফিকুজ্জামান প্রমুখ।
এর আগে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলটি বন্দর বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে সমাপ্ত করা হয়।
তালামীযে ইসলামিয়া : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেছেন, মুসলমানরা যখনই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে তখনই বিজয় ছিনিয়ে আনা সম্ভব হয়েছে। ফিলিস্তিনের পক্ষে ইসরাইলকে পাল্টা জবাব দেওয়ার মাধ্যমে হামাস এটা প্রমাণ করেছে যে, মুসলমানদের উপর যখনই আঘাত আসে তখন তাঁরা সীমিত সামর্থ্য দিয়েও লড়াই করতে জানে। ইসরাইল গত অর্ধ-শতাব্দী ধরে স্বাধীন ফিলিস্তিনিদের উপর নির্মমভাবে নিপীড়ন চালিয়ে আসছে, যা স্পষ্টত মানবতাবিরোধী। কিন্তু জাতিসংঘসহ বিশ্বনেতৃত্ব কখনই ইসরাইলি বাহিনীকে সন্ত্রাসী বা জঙ্গি আখ্যায়িত করেনি, কিন্তু এসব নিষ্পেষণের বিরুদ্ধে হামাস যখনই প্রতিবাদ-প্রতিরোধ জানিয়েছে তখনই তাদেরকে সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে। তাই বিশ্ব সম্প্রদায়ের এমন বৈষম্যমূলক মনোভাব পরিহার করা উচিত। মিশরের মধ্যস্থতায় ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা অবশ্যই আশাব্যঞ্জক, ইসরাইলের এ ঘোষণা ভবিষ্যতেও চলমান রাখতে বিশ্বনেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
২১ মে শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগরীর উদ্যোগে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের উপর ইসরাইলি বাহিনীর ন্যাক্কারজনক বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবুর সভাপতিত্বে ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা ও তালামীযে ইসলামিয়ার সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ।
মিছিল-সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজমুল হুদা খান, মাওলানা নজীর আহমদ হেলাল, মুফতি মাওলানা বেলাল আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেদ্দা আল ইসলাহর সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল হক, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল ও সহ-অফিস সম্পাদক তৌরিছ আলী।
ডায়নামিক সোশ্যাল কমিউনিটি : ফিলিস্তিনে নির্বিচারে মুসলমানদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ডায়নামিক সোশ্যাল কমিউনিটি।
শুক্রবার (২১ মে) বিকালে নগরীর কাজির বাজার সেতুতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কমিউনিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম শফির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পদক ও এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইডিইবি নেতা ইঞ্জি: আব্দুস সবুর, ১০নং ওয়ার্ড কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সাবেক ছাত্রনেতা মাহবুব আহমেদ চৌধুরী, রেজাউল ইসলাম, ডায়নামিকের প্রেসিডিয়াম সদস্য জাহেদ আহমেদ, বেলাল আহমদ, আজিজুল আম্বিয়া তারেক, জুমেল হোসাইন, সেক্রেটারীয়েট মেম্বার আবু জাফর মাহিন, ইমরান আহমেদ, কামরান আহমেদ, রুম্মান আহমেদ, আব্দুল আউয়াল, রিজওয়ানুল হক, ওসামা বিন আব্দুর রব, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান মারুফ, তানভীর আহমেদ, এক্সিকিউটিভ মেম্বার মারুফ ইসলাম, আব্দুর রহিম,রাকিব আহমেদ, আহমেদ নাহিদ, হোসাইন শাহ, রাফি হোসাইন প্রমুখ।
দক্ষিণ সুরমা : ইসরাইলী আগ্রাসন কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা ও আল-আকসা মুক্ত ও ফিলিস্তিনি স্বাধীন করার দাবিতে দক্ষিণ সুরমার খোজারখলার মারকাজ মসজিদ থেকে মুসল্লিদের এক বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। শুক্রবাদ বাদ জুম্মা বিক্ষোভ মিছিলটি মারকাজ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

মসজিদুল আকসা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর ইরসাইলী হামলার প্রতিবাদে ডায়নামিক সোশ্যাল কমিউনিটির মানববন্ধন।

সভায় উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবীর ইসলাম পিন্টু, ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ রনি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাবেক ক্রীড়া সম্পাদক মুন্না শাহ, ইস্যুজ কোম্পানি ডাইরেক্টর আশিকুর রহমান, দিদার আহমেদ, অভি আহমেদ সহ দক্ষিণ সুরমার মুরব্বিয়ান, যুবসমাজ মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতি : ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও আল আকসা মসজিদে দখলদার ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মে) বাদ জুম্মা কায়েস্থরাইল মসজিদের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খোজারখলা মার্কাজ পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. জহির হোসেন রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ এজাজ উদ্দিন আহমেদ সানি’র পরিচালনায় বিক্ষোভ-মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কায়েস্থরাইল সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা কফিল উদ্দিন আলমগীর, নুর আহমেদ খাঁন সাদেক, খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাধারন সম্পাদক রুহেল আহমেদ লাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান, সিলেট জেলা সবুজ বাংলার সভাপতি জাবেদুল ইসলাম দিদার প্রমুখ।
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ সিলেট : ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ জনগণের ওপর ইসরাইলের নগ্ন সন্ত্রাসী হামলায় নির্বিচারে নারী ও শিশু হত্যার প্রতিবাদে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ সিলেট জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ মে) বাদ জুম্মা শেষে কুমারগাঁওস্থ বাসটার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান সভাপতিত্বে সহ সভাপতি লোকমান মির্জা পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং টুকের বাজার ইউনিয়ন ১ নং ওয়ার্ড সদস্য উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি নুর আহমদ কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতা সুজন মিয়া, কুমার গাঁও বাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা হাবিবুল্লাহ, বড় গাও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম রাব্বানী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল জব্বার, শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব লেখক মাওলানা হারুনুর রশিদ, আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিলেট জেলা সহ সভাপতি এম জাহিদ আহমদ রেজা, দপ্তর সম্পাদক মুন্না কাওসার সুমন, সদর উপজেলা মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আবেদ শেখ জাবেদ আহমদ, বাবুল মিয়া সহ নেতৃবৃন্দ ও এলাকার শত শত মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন প্রমুখ।
কালীঘাট যুব উন্নয়ন পরিষদ সিলেট : কালীঘাট যুব উন্নয়ন পরিষদ সিলেট এর পক্ষ থেকে শুক্রবার (২১ মে) বাদ জুম্মা কালীঘাট থেকে মিছিল শুরু করে বন্দরবাজার কোর্ট পয়েন্ট গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।
সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শাহিদুল ইসলাম সাজুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক আহমদ এর পরিচালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনে সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক রাজনীতিবিদ ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের পৃষ্ঠপোষক মুহাম্মদ আনিসুর রহমান, মুহাম্মদ আবুল হোসেন, কালীঘাট এর ব্যাবসায়ী মুহাম্মদ মহসিন আহমদ, সাইফুল ইসলাম, শাহজালাল মিয়া, ও সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ সাজিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মনিজল আলী, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত আহমদ সানি, অর্থ সম্পাদক জুনায়েদ আহমদ রানা, সদস্য তাজুল ইসলাম, ইমন আহমদ, সবির আহমদ, সুমন আহমদ, শামিম আহমদ ও প্রমুখ।
দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার : মজলুম রাষ্ট্র ফিলিস্তিনে সন্ত্রাসী ইসরাইলের চালানো একের পর এক বর্বর হামলা ও নৃশংসভাবে গণহত্যার প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহত্তর নাজিরবাজার এলাকার সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে শুক্রবার (২১ মে) জুম্মার নামাজ শেষে স্থানীয় নাজিরবাজারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে মিছিল সহকারে যোগ দেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফিলিস্তিনে মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

নাজিরবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, নাজিরবাজার মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেবুল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ আ স ম মিসবাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আশিক আলী, ঝাজর জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবদুল কাদির, বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ছাত্রনেতা জয়নুল হক আলম, যুবলীগ নেতা ও মানববন্ধন কর্মসূচির অন্যতম সমন্বয়ক হেলাল আহমদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান রিপন, ছাত্রনেতা হোসেইন আহমদ প্রবেল, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান নূর, দারুল কোরআন মাদরাসার শিক্ষক জুনেদ আল আবিদ, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মুহিউদ্দিন, তরুণ সমাজকর্মী আবুল কালাম রুনু, সাংবাদিক রেজাউল হক ডালিম, ছাত্রনেতা ওহি আহমদ, আব্দুল আমিন, শাহ রায়হান আহমদ রিমু, হাফিজ রেজাউল করিম, ব্যবসায়ী নাজিম উদ্দিন রাহিন, মাহবুবুল আলম, সেলিম আহমদ, দবির মিয়া প্রমুখ।
সভায় বক্তারা জাতিসংঘের প্রতি ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, অতীতেও ইসলরাইল ফিলিস্তিনের উপর নির্যাতনের স্ট্রিম-রোলার চালিয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার না হওয়ায় বার বার ইসরাইল ফিলিস্তিনি নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালায়।
বিশ্বের সকল মুসলমানকে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। সেই সঙ্গে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয় খরচে ওষুধ প্রেরণ করেছে এবং এই গণহত্যা বন্ধের জোর দাবি জানিয়েছে।
সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা হাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন দারুল কোরআন মাদরাসা নাজিরবাজার-এর শিক্ষার্থী মারুফ আহমদ।
পাটানটুলায় তৌহিদী জনতা : ফিলিস্তিনে ইসরাইলি সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর পাটানটুলায় তৌহিদী জনতার পক্ষ থেকে শুক্রবার (২১ মে) বাদ জুম্মা নামাজের শেষে নগরীর পাঠাটুলা পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে আম্বরখান পয়েন্ট গুড়ে পূনরায় পাঠাটুলা পয়েন্টে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফারুক আহমদ দ্বারা সভাপতিত্বে ও মোহনা সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সদস্য আফছর খানের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটানটুলা নবাবী জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা হাবিবুর রহমান, বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান হাবিব, সালেক আহমদ, সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, হাসান খান, আকমল খান, জাবির হোসেন ময়না, কামরান খান, আজিজ খান সজিব, সাব্বির কামালি, রাসেল আহমদ, সাহান খান, কবির খান, সাইফুর রহমান জেবু, হাবিবুর রহমান হাবিব, সালেক আহমদ, সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, হাসান খান, আকমল খান, জাবির হোসেন ময়না, রেজওয়ান আহমদ, কামরুল ইসলাম, কামরান খান, আজিজ খান সজিব, সাব্বির কামালি, রাসেল আহমদ, ফারুক আহমদ, সেবুল আহমদ, আব্দুল মালেক আতিক, জেবুল আহমদ,কাঞ্চন মিয়া, ওয়াজিবুর রহমান, আইয়ুব উদ্দিন, মান্না নুর, সদা মিয়া তাওহীদ খান আদি প্রমুখ।