স্টাফ রিপোর্টার :
নগরীর বালুচরের এক বাড়ির উঠান থেকে একটি অজগর সাপ ধরার পর বনবিভাগ সেটি উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সোনার বাংলা আবাসিক এলাকার মিল্টু মালের উঠান থেকে সাপটি ধরা হয়েছিল। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে বন বিভাগের লোকজন সাপটি নিয়ে গেছে।
জানা যায়, উত্তর বালুচরের সোনার বাংলা আবাসিক এলাকা বি-ব্লকের মিল্টু মালের বাড়ীর উঠানে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অজগর সাপটি আসে। বাড়ির লোকজন কৌশলে সাপটি ধরে ফেলেন। পরে স্থানীয়রা সেটি নিয়ে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ভাইরাল হয়।
খবর পেয়ে সিলেট বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলা শাখার সধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আশরাফুল করির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাদিকারের সভাপতি আহমেদ রাকিব সেই বাড়িতে যান। পরে সাপটি উদ্ধার করা হয়। সাপটি খাদিম নগর জাতীয় উদ্ধানে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বনবিভাগের কর্মকর্তারা।
এ প্রসঙ্গে মিল্টু মাল বলেন, বাড়িতে হাঁসমুরগী পালন করি। সাপটি তা খেয়ে ফেলে। সেদিন দেখে ফেলায় ধরতে সক্ষম হই। এর ওজন সাড়ে ৩ কেজি ও দৈর্ঘ্য ৬ ফুট।