স্টাফ রিপোর্টার :
পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে ৩ ব্যক্তিকে ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালী থানা এলাকা তাদেরকে এই টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি, ইসলামপুর, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং মোঃ এমরান হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর সিলেট এর নেতৃত্বে এসএমপি কোতয়ালী থানা এলাকায় অভিযান করে। এ সময় উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রয় এর অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে শাহপরানের জুয়েল আহম্মেদকে ১ লক্ষ টাকা, জকিগঞ্জের আব্দুস শুকুরকে ৮০ হাজার টাকা ও কোতোয়ালী থানা এলাকার নিজামকে ৪০ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২০ হাজার জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।