ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী যুবক আহত হয়েছে। গত সোমবার জেলার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি বিএসএফএর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে আহত যুবককে উদ্ধার করে উন্নত চিকিৎসার্থে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
জানা গেছে, উপজেলার হাদারপার দমদম পাহাড়তলীর মফিজ উদ্দিনের পুত্র শাহাবুদ্দিনসহ ৩জন সীমান্তের ১২৬২ নম্বর মেইন পিলার এলাকায় গরু চরাতে গেলে ভারতীয় খাসিয়ারা তাদের উপর গুলি চালায়। গুলিতে শাহাব উদ্দিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লটে পড়েন। পরে খাসিয়ারা আহত শাহাবুদ্দিনকে নিয়ে বিএসএফ’র হাতে তুলে দেয়। খবর পেয়ে বিছনাকান্দি ক্যাম্পের বিজিবি জওয়ানরা বিএসএফর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসার্থে ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
বিজিবির সীমান্ত সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। (খবর সংবাদদাতার)