জগন্নাথপুরে বেড়িবাঁধ কাজে অনিয়ম হলে ছাড় নেই —জেলা প্রশাসক সুনামগঞ্জ

15

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে পিআইসিদের সাথে মতবিনিময় সহ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবদুল আহাদ।
৩ ফেব্র“য়ারি সোমবার সন্ধ্যায় স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বেড়িবাঁধের কাজ পাওয়া পিআইসিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আহাদ। এছাড়া ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি, উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান ও বৃক্ষ রোপণ করেন, জগন্নাথপুর নার্সারী স্কুলে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন, পেসার মেশিন বিতরণ করেন, শিক্ষার মানোয়ন্ননে মতবিনিময় সভায় প্রধান অতিথি, পিঠা উসব পরিদর্শন ও নলুয়ার হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ।
এসব পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী এডভোকেট নাহিদ আফরোজ, সুনামগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক এমরান হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী মাহফুজ আয়শা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা উপ-সহকারি প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী সাইফুদ্দিন খান, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, শাহজালাল মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল মতিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সুনামগঞ্জ জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি ধনেশ চন্দ্র রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ, ব্যবসায়ী আবুল কাশেম, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, জগন্নাথপুর আর্টস্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ইউপি সদস্য জুয়েল মিয়া, সুজাত মিয়া, বাবুল মাহমুদ, অর্জুন দাস, রুবেল মিয়া, সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম, আহমদ আলী সহ সকল পিআইসি কমিটির সভাপতি গণ সহ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পিআইসিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ পিআইসিদের উদ্দেশ্যে বলেন, বেড়িবাঁধ কাজে কোন অনিয়ম হলে কাউকে ছাড় নেই। মামলা সহ কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি উপজেলা প্রশাসনের উদ্দেশ্যে বলেন বেড়িবাঁধ কাজে আরো তদারকি বাড়াতে হবে।