জগন্নাথপুরে বড় অংকের টাকার হিসাব না দিয়ে ৪ দিন ধরে ম্যানেজার লাপাত্তা

37

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জামাল মিয়া তালুকদার এর ম্যানেজার বিনয় দাস ৯৪ লাখ ৭২ হাজার টাকার হিসাব না দিয়ে গত ৪ দিন ধরে লাপাত্তা হয়ে গেছেন। এ ঘটনায় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার আদমনগর নাগুরা গ্রামের মৃত বিষ্ণুপদ দাসের ছেলে বিনয় দাস সপরিবারে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব বাড়ি এলাকায় বসবাস করছেন। বিগত প্রায় ৪/৫ বছর ধরে তিনি আলহাজ্ব জামাল মিয়া তালুকদার এর মসলা কারখানার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে কয়েক দিন আগে মহাজন ব্যবসায়ী জামাল মিয়া তালুকাদার ম্যানেজার বিনয় দাসের কাছে ১৪২৭ বাংলা সনের হিসাব চান। এ সময় হিসাবে ৯৪ লাখ ৭২ হাজার টাকার গড়মিল দেখতে পান মহাজন। তখন হিসাব দিতে না পেরে গত ৭ মে পর্যন্ত সময় চান ম্যানেজার বিনয় দাস। এর মধ্যে মহাজনকে হিসাব না দিয়েই ৭ মে থেকে ম্যানেজার বিনয় দাস লাপাত্তা রয়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার বাদী হয়ে জগন্নাথপুর থানায় জিডি করেছেন বলে ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার নিশ্চিত করেছেন।