বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সিলেট জেলা শাখার আওতাধীন সকল ইউনিট নেতৃবৃন্দকে নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর বুধবার সিলেট নগরীর একটি হোটেলে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ আহমদের পরিচালনায় আয়োজিত এই বর্ধিত সভায় সিলেট জেলা যুবদলের আওতাধীন জকিগঞ্জ উপজেলা ও পৌর, বিয়ানীবাজার উপজেলা ও পৌর, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর, কানাইঘাট উপজেলা ও পৌর, গোয়াইনঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলা, কোম্পানীগঞ্জ উপজেলা, বিশ্বনাথ উপজেলা, বালাগঞ্জ উপজেলা, ওসমানী নগর উপজেলা যুবদল নেতৃবৃন্দের মতামত ও বক্তব্য গ্রহণ করা হয়।
উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে মতামত প্রকাশ করেন গোয়াইনঘাট উপজেলার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক হাজী খালিক আহমদ, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক এমতিয়াজ আলী, যুগ্ম আহ্বায়ক নুরুল হক, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর সভাপতি এনামুল হক, সাংগঠনিক সম্পাদক এম. এ. কাদির, বিশ্বনাথ উপজেলার আহ্বায়ক আহমেদ নুর উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সুরমান খান, কোম্পানীগঞ্জ উপজেলার সিনিয়র সহ সভাপতি খোকন রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সোলেমান তালুকদার, জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাসুক আহমদ, যুগ্ম সম্পাদক মাছুম আহমদ, পৌর যুগ্ম সম্পাদক সাহেদুজ্জামান সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মুহিব উদ্দিন বেলাল, ভারপ্রাপ্ত সাধার সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, বালাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইফুল আহমদ সেফুল, যুগ্ম আহ্বায়ক রিয়াদ আহমদ, কানাইঘাট উপজেলা সভাপতি নুরুল হক, সিনিয়র সহ সভাপতি সাজ উদ্দিন সাজু, সাধারণ সম্পাদক খছরুজ্জামান পারভেজ, কানাইঘাট পৌর সভা জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ওসমানীনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক এ এইচ আহবাব, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলার সাধারণ সম্পাদক দৌলা হোসেন সুভাষ, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ প্রমুখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিট কমিটির নেতারা বর্ধিত সভায় নবগঠিত জেলা যুবদলের আহবায়ক কমিটিকে অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ১৯ বছরের পুরণো সিলেট যুবদলকে ঢেলে সাজানো হবে। সকল ইউনিট কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করার আহবান জানান জেলা যুবদলের নতুন কমিটির কাছে।
সভায় সিলেট জেলা যুবদলের কার্যকরি কমিটি সিদ্ধান্ত মোতাবেক জেলা যুবদলের সিনিয়র সদস্য সাঈদ আহমদের প্রস্তাবনায় সিলেট জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু উক্ত কমিটি সহ সিলেট জেলার আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে উক্ত ইউনিট কমিটিগুলোকে নবীন ও প্রবীণদের সমন্বয়ে নতুন নেতৃত্ব তৈরীতে সিলেট জেলা যুবদল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সদস্য এড. মোমিনুল ইসলাম মুমিন, আখতার আহমেদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সাইদ আহমদ, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, সোহেল আরেফিন, মিজানুর রহমান নেসার, লিটন আহমদ, অলি চৌধুরী, কয়েস আহমদ, অলিউর রহমান, জুনেদ আহমদ, ফখরুল ইসলাম রুমেল, গোলাম মোহাম্মদ আব্বাস বাপ্পী, রায়হান আহমদ, আলী আাহমেদ আলম, মকসুদুল করিম নুহেল, এনামুল হক চৌধুরী শামীম, সাইফুল ইসলাম, মতিউর রহমান আফজাল, মাসুক আহমদ, আমিনুল ইসলাম আমিন, আব্দুল মালেক, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন (হীরা), জেলার আহবায়ক কমিটির সদস্য ছাড়াও সভায় বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি