বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দরিদ্র মানুষকে নিয়ে বিশেষ ভাবে চিন্তা ভাবনা করেন। তিনি দেশে দুর্যোগ ও দুঃসময়ে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে ভুল করেননি। সরকারের পাশাপাশি দলের নেতাকর্মীদেরকেও মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও যখন করোনা ভাইরাস হানা দেয় তখন থেকে আমরা মানুষের পাশে রয়েছি। খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন ভাবে মানুষের সহযোগিতায় নিবেদিত রয়েছি। আগামী দিনেও সকল দুর্দিনে আপনাদের পাশে থাকবো।
মঙ্গলবার ( ৪ মে ) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জি আর নগদ অর্থ ৫শ টাকা হারে ৫শ জনের মধ্যে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ সেলিমোর রহমান সেলিম ও বাহার উদ্দিন বাহার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হক, অধ্যক্ষ শামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার, ট্যাগ অফিসার একে আজাদ ফাহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার আশিকুর রহমান আশিক, ২নং ওয়ার্ডের মেম্বার এহসানুল হক ছানু, ৩নং ওয়ার্ডের মেম্বার শরীফ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার এনাম উদ্দিন, ৫নং ওয়ার্ডের মেম্বার জাবেদ আহমদ, ৬নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ মুমিনুর রহমান সুমিত, ৭নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলাম মাসুম, ৮নং ওয়ার্ডের মেম্বার লয়লু মিয়া, ৯নং ওয়ার্ডের মেম্বার কামাল আহমদ, মহিলা মেম্বার মাহমুদা ইসলাম চৌধুরী, হুছনে আরা বেগম ও রাজিয়া বেগম। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন বলেন, বর্তমান সরকার গরীব-অসহায় মানুষদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে। বরইকান্দি ইউনিয়নে যা উন্নয়ন কর্মকান্ড হচ্ছে তা এই সরকারের উন্নয়ন। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি