গতকাল ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাব কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ। সভায় বক্তারা বলেন, যেসব ব্যবসায়ী সরকারের ভ্যাট, ট্যাক্স আদায় করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেন তাদের উপরে ভ্যাট, ট্যাক্স এর বোঝা বৃদ্ধি না করে ভ্যাট, ট্যাক্স এর আওতা বৃদ্ধি করা প্রয়োজন। রাজস্ব আহরণের পরিধি বৃদ্ধি হলে রাজস্ব আদায়কারী ব্যবসায়ীদের উপর থেকে বোঝা কমবে। তারা ভ্যাট আদায়ের ক্ষেত্রে ভ্যাট কর্মকর্তাগণ কর্তৃক ব্যবসায়ীদেরকে অহেতুক হয়রানী বন্ধের দাবী জানান। সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরের জাতীয় বাজেটে সিলেট চেম্বারের পক্ষ থেকে প্রস্তাবনা প্রেরণের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এর পত্রের প্রেক্ষিতে অদ্যকার সভা আয়োজন করা হয়েছে। তিনি উপস্থিত সদস্যবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবনা লিখিতভাবে চেম্বার কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সাব কমিটির যুগ্ম আহবায়ক এ টি এম শোয়েব, ফালাহ্ উদ্দিন আলী আহমদ, মোহাম্মদ আলী আকীক, মোঃ আব্দুল মতিন, সিলেট চেম্বারের পরিচালক মোঃ বশিরুল হক, সাব কমিটির সদস্য মোঃ আতিক হোসেন, আব্দুছ ছালাম, কবির দে, কামাল আহমেদ, আব্দুল্ল¬াহ আহমদ, সিদ্দিকী আফজাল, সাকির হোসেন, মোঃ শমসের আহমদ জামিল, আবুল হোসেন, মোঃ আব্দুল মতিন, ক্যাটারার্স গ্র“প অব সিলেট এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, ব্যবসায়ী আলীমুল এহছান চৌধুরী ও মোঃ ইলিয়াছ উদ্দিন লিপু। বিজ্ঞপ্তি