মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর পশ্চিম পীর মহল্লার আব্দুল আহাদ এতিম খানার শিক্ষার্থীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বাংলাদেশ আওয়ামীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ তাদের নামটা যে রকম তারা সে রকমভাবে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সব সময় কাজ করছেন। কয়েকজন তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মহামারি করোনা কালীন সময়েও কাজ করেছে।
একটি মহতি উদ্যোগের মাধ্যমে আব্দুল আহাদ এতিম খানার শিক্ষার্থীদের মধ্যে ইফতার করা হয়েছে। তিনি অত্র সংগঠনের ন্যায় সমাজের অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। আর্তমানবতার সেবায় অত্র সংগঠন আরো ব্যাপক পরিসরে কাজ করবে বলে আমার বিশ্বাস। আমি এই সংগঠন সহ সকলের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। জাহিদুল হোসেন মাসুদের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাজ্জাদ আহমেদ মুন্নার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সভাপতি খান মোহাম্মদ রিজন, সাধারণ সম্পাদক এইচ এম হাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রাব্বী শেখ, অর্থ সম্পাদক হিফজুর রহমান, সিনিয়র সদস্য মো. ইকবাল আহমদ, আমেরিকা প্রবাসী এমাদ আহমদ, ইমরান আহমদ, জুবায়ের আহমদ, হাফিজ আনোয়ার, ডা. মুহিত, আজাদ আহমদ, মাহবুব আলী, মোহন আহমদ, মিলন, সালমান সামি, আফসর আহমদ, তোহেল আহমদ, আরিফ আহমদ, আহমেদ অমি প্রমুখ। বিজ্ঞপ্তি