দিরাইর চন্ডিপুর নোয়াখালের আফর দিয়ে বরাম হাওরে পানি ঢুকছে

12
দিরাইর চন্ডিপুর নোয়াখালের আফর দিয়ে বরাম হাওরে পানি ঢুকছে।

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
সময়মতো বাঁধের কাজ শুরু ও শেষ না হওয়ায় বাঁধগুলো দুর্বল হয়েছে তাই পানির প্রথম চাপে বা সামান্য বৃষ্টিতেই বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের একটার পর একটা হাওর তলিয়ে যাচ্ছে। নদীতে পানি বৃদ্ধির কারণে চন্ডিপুর নোয়াখালের পূর্বপাশে নদীর তীর উপছে বরাম হাওরে পানি ঢুকছে। কৃষকা জানিয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে হাওরে পানি ডুকছে। এখন কৃষকদের নজর বাঁধে নেই তারা কাঁচা-আধাপাকা ধান কাটতে ব্যস্থ সময় পার করছেন।
জানা যায়, গত বুধবার শুরুতে পানি কম ঢুকলেও সময় যত যাচ্ছে ধীরে ধীরে নদীর পানিও বাড়ছে পানি ঢুকার গতিও বাড়ছে, যে জায়গা দিয়ে পানি প্রবেশ করছে সে জায়গার প্রশস্ত ও গভীরতাও বাড়ছে। কৃষকরা হাওরে ধান কাটতে ব্যস্ত থাকায় বাঁধ আটকাতে এগিয়ে আসছেন না কেউ।